জনপ্রশাসন সচিব হচ্ছেন সোহরাব হোসাইন

শিক্ষাসচিব সোহরাব হোসাইন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব হচ্ছেন। সিনিয়র সচিব কামাল আবদুল নাসের চৌধুরীকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্যসচিব করা হয়েছে। তার জায়গায় নতুন সচিব হিসেবে আসছেন সোহরাব হোসাইন। সরকারের ঘনিষ্ঠ একাধিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, সোহরাব হোসাইন জনপ্রশাসন সচিব হচ্ছেন এটি চূড়ান্ত। এ সংক্রান্ত প্রজ্ঞাপন দ্রুতই জারি করা হবে।

গত বছরের ১৪ ডিসেম্বর সোহরাব হোসাইন শিক্ষা সচিব হিসেবে যোগ দেন। এর আগে তিনি বিসিএস প্রশাসন একাডেমির রেক্টর ছিলেন। তিনি শিক্ষা মন্ত্রণালয়ে অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্মসচিবের (এপিডি)দায়িত্বেও ছিলেন।

সোহরাব হোসাইন বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন ক্যাডারের ১৯৮৪ ব্যাচের কর্মকর্তা। তিনি শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের একান্ত সচিব হিসাবেও কাজ করেছেন।

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় হতে বাংলা ভাষা ও সাহিত্যে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ছাত্রজীবন থেকেই তিনি বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গে জড়িত। ঢাকা বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক দল ও নাট্যচক্রের সদস্য ছিলেন। সোহরাব হোসাইন বাংলা একাডেমির আজীবন সদস্য।

তিনি ১৯৬১ সালে নোয়াখালী জেলার চাটখিল উপজেলায় জন্মগ্রহণ করেন। তাঁর পিতা মরহুম মো. হাবিব উল্লাহ এবং মাতা মরহুমা রহিমা খাতুন।

তাঁর স্ত্রী ড. মাহমুদা ইয়াসমীন বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুজীব বিজ্ঞান বিভাগের অধ্যাপক । একমাত্র সন্তান কন্যা সামারা হোসাইন (আরিয়া)।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর