ফেরার কসরত মুস্তাফিজের, নেটে বোলিং শুরু

বাংলাদেশ দলের পেস বিস্ময় মুস্তাফিজুর রহমান ইনজুরি কাটিয়ে ফেরার কসরত শুরু হয়েছে। ইংল্যান্ডে কাউন্টি ক্রিকেটে সাসেক্সের হয়ে খেলতে গিয়ে কাঁধে আঘাত পান। লন্ডনের ক্রোমওয়েল হাসপাতালে প্রখ্যাত সার্জন অ্যান্ড্রু ওয়ালেস তাঁর কাঁধে অস্ত্রোপচার করেন গত ১১ আগস্ট। সফল অস্ত্রোপচার শেষে চিকিৎসক তাকে কমপক্ষে তিনমাস সম্পূণ বিশ্রামে থাকার পরামর্শ দেন।

সেই পরামর্শ মেনে দর্শক হয়েই বাংলাদেশ-ইংল্যান্ড সিরিজটা দেখতে হয়েছে মুস্তাফিজকে। কিন্তু আর কতোদিন! তিনমাস পূর্ণ হওয়ার আগেই ফেরার কসরত শুরু করেছেন তিনি। এরই মধ্যে নেটে বোলিং প্রঅকটিস শুরু করেছেন বাংলাদেশ দলের বিস্ময় বালক।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ফিজিও বায়েজেদুল ইসলাম জানিয়েছেন, ইনজুরি কাটিয়ে অনেকটাই ফিট হয়ে ওঠেছেন মুস্তাফিজ। তাকে নেটে হালকা বোলিংয়ের অনুমতি দেওয়া হয়েছে। ধীরে ধীরে তাকে নিয়মিত প্র্যাকটিসে নিয়ে আসা হবে।এ প্রক্রিয়া ঠিকঠাকভাবে চালাতে পারলে আগামী দেড় মাসের মধ্যে ম্যাচ খেলার জন্য ফিট হয়ে উঠবেন তিনি।

মুস্তাফিজের ফেরা প্রসঙ্গে তিনি আরো বলেন, মুস্তাফিজ প্র্যাকটিস শুরু করেছেন ১৮ বল দিয়ে। আমরা এটাকে আস্তে আস্তে বাড়াবো। শুধু বোলিং করলেই হবে না, পাশাপাশি আরো অন্য কোন দিক দিয়ে সমস্যা তৈরি হচ্ছে কিনা সে বিষয়েও নজর রাখা হবে। সবকিছু ঠিকভাবে এগোলে আশা করা যাচ্ছে আগামী ৬ সপ্তাহ পরে সে ভালো অবস্থানে থাকবে। হয়তো প্রতিযোগিতামূলক ম্যাচের কছাকাছি পৌঁছে যাবে।’

টাইগারদের এ্ই কাটার মাস্টারআগামী মাসের মধ্যে পুরোপুরি সুস্থ হয়ে উঠলে নিউজিল্যান্ড সফরে তাঁকে মাঠে দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর