তিন সপ্তাহ পর খাদিজার মাথা-হাতে অস্ত্রোপচার

ছাত্রলীগ নেতা বদরুলের চাপাতির আঘাতে আহত সিলেটের কলেজ ছাত্রী খাদিজা আক্তার নার্গিসের মাথা ও হাতে অপারেশন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিন সপ্তাহ পর শারিরীক অবস্থার উন্নতি সাপেক্ষে এ অপারেশন হবে বলে জানিয়েছেন স্কয়ার হাসপাতালের চিকিৎসক ডা. রেজাউস সাত্তার। শনিবার দুপুরে পূর্বপশ্চিমকে এ তথ্য নিশ্চিত করেছেন তিনি।

নিউরো সার্জন ডা: রেজাউস সাত্তার বলেন, খাদিজাকে কেবিনে রাখা হয়েছে। তার দ্রুত শারিরীক উন্নতি হচ্ছে। এভাবে তিন সপ্তাহ উন্নতি হতে থাকলে পর্যবেক্ষণ করে আমরা তার মাথার ডান দিক ও বাঁ হাত অপারেশন করতে পারি। তার বাঁ হাত এখনও সাড়া দিচ্ছে না বলেও তিনি জানান।

এদিকে খাদিজার বাবা মাসুক মিয়া জানান, খাদিজা এখন ভাত খেতে পারছে। আজ সকালে ব্রেড, জেলি, ডিম আর দুধ খাওয়ানো হয়েছে। সে ধীরে ধীরে ‍সুস্থ হচ্ছে। চিকিৎসকরা অপারেশনের কথা আমাদের জানিয়েছেন। আমরা তাদের চিকিৎসায় সন্তষ্ট।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর