২০২০ টি-টোয়েন্টি বিশ্বকাপ অস্ট্রেলিয়ায়

প্রথম বারের মত টি–টোয়েন্টি বিশ্বকাপের আসর বসতে যাচ্ছে অস্ট্রেলিয়ায়। দক্ষিণ আফ্রিকার কেপটাউনে শেষ হওয়া আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) বোর্ড মিটিংয়ে শেষে জানানো হয় ২০২০ সালে সপ্তম টি–টোয়েন্টি বিশ্বকাপের আসর বসবে অস্ট্রেলিয়ায়।

আইসিসির নতুন সিদ্ধান্ত অনুযায়ী এখন থেকে প্রতি চার বছর পর পর টি–টোয়েন্টি বিশ্বকাপের আসর বসবে। আগের নিয়মে ২ বছর পর পর বিশ্বকাপের আয়োজন করা হতো। যদিও ২০০৯ সালে দ্বিতীয় বিশ্বকাপ টি–টোয়েন্টির পর ২০১০ সালেও বিশ্বকাপের আয়োজন করা হয়। ছেলেদের টি–টোয়েন্টি বিশ্বকাপের ছয় মাস আগে মেয়েদের সংস্করণের আয়োজনের প্রস্তাবও সভায় গৃহীত হয়।

এছাড়াও আইসিসির প্রধান নির্বাহীর কমিটি আয়ারল্যান্ডের ঘরোয়া আসরকে প্রথম শ্রেণির মর্যাদা দিয়েছে। আইসিসি বোর্ড আয়ারল্যান্ড ও আফগানিস্তানকে বাড়তি পাঁচ লাখ ডলার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর