মেডিকেলে ভর্তি পরীক্ষার ফল যেকোনো সময়

এমবিবিএস ভর্তি পরীক্ষার ফলাফল যেকোনো সময় প্রকাশিত হতে পারে বলে স্বাস্থ্য অধিদফতর সূত্রে জানা গেছে। সূত্রে বলছে যেকোনো সময়ই প্রকাশিত হবে ফলাফল।

গেল শুক্রবার রাজধানীসহ সারাদেশের ১৮টি মেডিকেল কলেজের ৩৭টি কেন্দ্রে মেডিকেল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

হয়। ১০০ নম্বরের নৈর্ব্যক্তিক প্রশ্নে ওই পরীক্ষা অনুষ্ঠিত হয়। ৯০ হাজার ৪শ ২৬ জন আবেদকারীর ৩ হাজার ৮শ ২৮ জন অনুপস্থিত ছিলেন পরীক্ষায়।

পরীক্ষার দিনই স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (চিকিৎসা শিক্ষা ও জনশক্তি উন্নয়ন) অধ্যাপক ডা. মো. আবদুর রশীদ বলেছিলেন, সারাদেশে সুষ্ঠু ও সুন্দর পরিবেশে এমবিবিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

সম্ভাব্য দ্রুততম সময়ে পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে বলেও সেদিন তিনি জানিয়েছিলেন। -জাগো নিউজ।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর