সৌদি আরবে ঈদুল আজহা ১২ সেপ্টেম্বর

জিলহজ মাসের চাঁদ দেখা যায়নি সৌদি আরবে। সেখানে পবিত্র ঈদুল আজহা ১২ সেপ্টেম্বর পালিত হবে। বৃহস্পতিবার দেশটির সুপ্রিম কোর্টের এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয় বলে জানিয়েছে সংবাদ মাধ্যমগুলো।

সৌদি আরবে জিলহজ মাসের প্রথমদিন নির্ধারণ হয়েছে ৩ সেপ্টেম্বর। এদিকে বাংলাদেশে আজ (শুক্রবার) চাঁদ দেখা কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে। চাঁদ দেখা কমিটির বৈঠকের

পরই জানা যাবে, কবে পবিত্র ঈদুল আজহা হচ্ছে বাংলাদেশে। সভায় সভাপতিত্ব করবেন ধর্মমন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি অধ্যক্ষ মতিউর রহমান।

বুধবার ধর্ম মন্ত্রণালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৪৩৭ হিজরি সনের পবিত্র ঈদুল আজহার তারিখ নির্ধারণ ও জিলহজ মাসের চাঁদ দেখার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের লক্ষে শুক্রবার সন্ধ্যা পৌনে ৭টায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে।

বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেলে তা নিম্নোক্ত টেলিফোন ও ফ্যাক্স নম্বরে জানানোর জন্য অনুরোধ জানানো হয়েছে। টেলিফোন নম্বর: ৯৫৫৯৪৯৩, ৯৫৫৯৬৪৩, ৯৫৫৫৯৪৭, ৯৫৫৬৪০৭ ও ৯৫৫৮৩৩৭। ফ্যাক্স নম্বর: ৯৫৬৩৩৯৭ ও ৯৫৫৫৯৫১।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর