জাতীয় জাদুঘরে স্বাধীনতা পরবর্তীকালে ইতিহাস চর্চা বিষয়ক বৈঠক

গতকাল শনিবার জাতীয় জাদুঘরের কনফারেন্স মিলনায়তনে বাংলাদেশ আর্কাইভস অ্যান্ড রেকর্ড ম্যানেজমেন্ট সোসাইটির (বারমস) উদ্যোগে ‘স্বাধীনতা পরবর্তীকালে বাংলাদেশে ইতিহাস চর্চা’ বিষয়ক একটি গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ড. আকবর আলী খান। অনুষ্ঠানে মূল প্রবন্ধ পাঠ করেন বারমসের সভাপতি ও ইতিহাসবিদ ড. শরীফ উদ্দিন আহমেদ। গোলটেবিল বৈঠকে আলোচনায় অংশ নেন বিশিষ্ট ইতিহাসবিদ ড. আবদুল মমিন চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক ড. মোফাখখারুল ইসলাম, অধ্যাপক দেলোয়ার হোসেন, বাংলাদেশ ইতিহাস সমিতির সভাপতি অধ্যাপক শরীফুল ইসলাম ভূইয়া, সাবেক সচিব আতাউর রহমান ও  রণজিত্ কুমার বিশ্বাস, সাংবাদিক ও গবেষক আফসান চৌধুরী, ইতিহাস গবেষক দেলওয়ার হাসান প্রমুখ। -প্রেস বিজ্ঞপ্তি

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর