জঙ্গিবাদে জড়িতদের কোনো ধর্ম নেই : প্রধানমন্ত্রী

যারা জঙ্গিবাদে জড়িত তাদের কোনো ধর্ম নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশনে ‘ইসলামের দৃষ্টিতে সন্ত্রাস ও জঙ্গিবাদ এবং আমাদের করণীয়’ শীর্ষক এক ওলামা সম্মেলনে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘গুলশান, শোলাকিয়ায় জঙ্গি হামলার মতো ঘটনা দেশে ঘটতে পারে বলে কখনো কল্পনাও করিনি। যারা ধর্মে বিশ্বাস করে তারা কেমন করে এশার নামাজের সময় নামাজে না গিয়ে গেলো মানুষ খুন করতে, ধর্মের নাম নিয়ে তারা ঈদের জামাতে না গিয়ে মানুষ খুন করে। এরা কীভাবে জান্নাতে যাবে? জঙ্গিবাদে জড়িতদের কোনো ধর্মই নেই।’

সৌদি আরবের সরকারের সহযোগিতায় দেশের প্রত্যেক জেলা উপজেলায় ইসলামী সাংস্কৃতিক কেন্দ্র গড়ে তোলা হবে বলেও জানান তিনি।

জঙ্গিবাদবিরোধী জনসচেতনায় মানুষকে উদ্ধুদ্ধ করতে আলেমদের প্রতি আহ্বান জানান তিনি।

শেখ হাসিনা বলেন, ‘দেশেকে জঙ্গি সন্ত্রাসবাদ মুক্ত রাখতে চায়। দেশে সবাই নিজ নিজ ধর্ম সন্মানের সঙ্গে পালন করবে। ইসলাম পবিত্র ধর্ম, শান্তির ধর্ম। দোয়া করবেন, কুদৃষ্টি থেকে খোদা যেন বাংলাদেশকে রক্ষা করে।’

প্রধানমন্ত্রী তার বক্তব্যের শুরুতে স্মরণ করেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, লাখো শহীদ, জাতীয় চার নেতা এবং পঁচাত্তরের ১৫ আগস্ট শহীদ হওয়া বঙ্গবন্ধু পরিবারের সদস্যদের।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর