বিএনপির নতুন কমিটি জাতিকে হতাশ করেছে’

মেজর (অব.) আখতারুজ্জামান বিএনপির নবগঠিত কমিটি জাতিকে হতাশ করছে। যে স্থায়ী কমিটি গত ১০ বছরে দলকে ভালো কিছু দিতে পারেনি তাদেরকে নিয়েই গঠিত স্থায়ী কমিটি দলকে আগামীতে ভালো কিছু দিতে পারবে বলে জনগণ মনে করে না। স্থায়ী কমিটিতে চট্টগ্রাম এলাকা থেকে জনগণ বিচ্ছিন্ন দুইজনের অন্তর্ভুক্তির কারণে জনগণ আরও বেশি হতাশ। একটি রাজনৈতিক দলের ৭৩ জন উপদেষ্টা ও ৩৫ জন ভাইস চেয়ারম্যান কোনো অবস্থাতেই দলের শক্তির পরিচয় বহন করে না। এর মাধ্যমে দলের আভ্যন্তরীণ দুর্বলতাই জনগণের সামনে ফুটে উঠেছে। এই সব অপ্রয়োজনীয় উপদেষ্টা ও ভাইস চেয়ারম্যান দলের গতিশীলতা দারুণভাবে বিঘ্নিত করবে এবং তৃণমূল নেতাকর্মীদের স্বতস্ফূর্ত কর্মতৎপরতায় বাধা সৃষ্টি করবে। ক্ষমা করবেন, বিএনপির নবঘোষিত কমিটিকে স্বাগত জানাতে পারলাম না। তবে বিনয়ের সঙ্গে জানাতে চাই, কমিটি যাই ঘোষিত হোক না কেন, জনগণ বিএনপির সঙ্গে আছে এবং আগামীতেও থাকবে। জয় বিএনপির হবেই হবে। জনগণ পরিবর্তনের আশায় বসে আছে। লেখক: সাবেক সংসদ সদস্য

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর