এর চেয়ে বেশি ধারালো বটি ছুরি মানুষের রান্নাঘরে থাকে

বগুড়ায় এগারো ঘন্টা র‌্যাব, বিজিবি ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে ধুনট উপজেলা থেকে তিন চাপাতি ও তিন চাকুসহ কিছু জিহাদী বই উদ্ধার করেছে। বিষয়টি নিয়ে বিজেপির একাংশের সভাপতি ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বলেছেন, এত কিছু করে তিন চাপাতি আর তিন চাকু , এর চেয়ে বেশি ধারালো বটি ,ছুরিতো মানুষের রান্নাঘরে থাকে । মশা মারতে কামান . . .।

ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ তার ফেসবুক স্ট্যাটাসে যৌথ বাহিনীর অভিযান প্রসঙ্গে এমন মন্তব্য করেছেন।

উল্লেখ্য, বগুড়ার সারিয়াকান্দির যমুনা নদীর দুর্গম চর এবং ধুনট উপজেলায় জঙ্গি আস্তানার খোঁজে সোমবার ভোর চারটা থেকে বেলা তিনটা পর্যন্ত অভিযান চলেছে। র‌্যাব, বিজিবি ও পুলিশের যৌথ বাহিনী ১১ ঘণ্টার এই অভিযানে তিনটি চাপাতি, তিনটি চাকু, নয়টি জিহাদি বই এবং একটি তারের কু-লী উদ্ধার হয়েছে। অভিযান শেষে ঢাকা থেকে যমুনার চরে এসে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর