জাকির নায়েককে হত্যা করলে ৫০ লাখ রুপি পুরস্কার ঘোষণা

ভারতের হিন্দুবাদী নেত্রী সাধ্বী প্রাচী ঘোষণা করেছেন, ইসলামী চিন্তাবিদ ও প্রচারক ডা. জাকির নায়েকের শিরোশ্ছেদ করতে পারলে ৫০ লাখ রুপি পুরস্কার দেয়া হবে। বুধবার উত্তরখন্ডে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই ঘোষণা দেন।

ইন্ডিয়ান এক্সপ্রেসকে সাধ্বী প্রাচী বলেছেন, আমি এই পুরস্কার ঘোষণা করেছি কেননা জাকির নায়েক ধর্মপ্রচারক নন, বরং তিনি সন্ত্রাসী।

বিশ্বহিন্দু পরিষদের সাবেক নেত্রী সাধ্বী প্রাচী অবশ্য বলেছেন, তিনি ব্যক্তিগতভাবে এই পুরস্কার ঘোষণা করছেন। এর সঙ্গে তার দলের কোনো সম্পৃক্ততা নেই।

প্রাচীর দাবি, এই ঘোষণা দেয়ার পর তাকে একটি বেনামী কল থেকে হুমকি দেয়া হয়েছে। সম্ভবত কলটি দেশের বাইরে থেকে করা হয়েছে। ফোনকারী নিজেকে শহিদ হিসেবে পরিচয় দিয়েছে এবং অপহরণ করার হুমকি দিয়েছে। এই বিষয়ে বৃহস্পতিবার পুলিশের কাছে অভিযোগ করবেন বলে জানিয়েছেন তিনি।

হোসাইনি টাইগার নামের একটি শিয়া গ্রুপ জাকির নায়েককে হত্যার জন্য ১৫ লাখ রুপি পুরস্কার ঘোষণা করার পর প্রাচীর পক্ষ এই ঘোষণা আসলো।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর