রাষ্ট্রপতি ভূটান সফরে যাচ্ছেন শুক্রবার

ভূটানের রাজা জিগমে খেসার নামগায়েল ওয়াংকচুকের আমন্ত্রণে সেদেশে চারদিনের রাষ্ট্রীয় সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

শুক্রবার বিকালে দ্রুক এয়ারের একটি ফ্লাইটে রাষ্ট্রপতি ঢাকা ছাড়বেন বলে জানিয়েছেন তার প্রেস সচিব মো. জয়নাল আবেদীন।

এ ব্যাপারে তিনি গণমাধ্যমকে বলেন, ‘রাষ্ট্রপতির এই সফরের মধ্য দিয়ে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার হওয়ার পাশাপাশি উপ-আঞ্চলিক সহায়তার ক্ষেত্র আরও সম্প্রসারিত হবে বলে আশা করা হচ্ছে।’

প্রেস সচিব আরো বলেন, ‘শনিবার রাষ্ট্রপতি ভুটানের রাজার সঙ্গে সাক্ষাৎ করবেন। একই দিন তিনি রাজার প্রাসাদে রাজা ও রানির সঙ্গে নৈশভোজে অংশ নেবেন।’

সফরের সময় রাষ্ট্রপতি ও তার সফরসঙ্গীরা থিম্পুর তাজ তাশি হোটেলে অবস্থান করবেন।

হোটেলেই রোববার দেশটির প্রধানমন্ত্রী লিওনচেন শেরিং তোবগে আবদুল হামিদের সঙ্গে সাক্ষাৎ করবেন। ওই দিন থিম্পুর র‌য়্যাল ব্যাঙ্কুয়েট হলে আবদুল হামিদ তার সন্মানে দেওয়া ভুটানের প্রধানমন্ত্রীর দেওয়া নৈশভোজে অংশ নেবেন।

সোমবার রাষ্ট্রপতি ভূটান পার্লামেন্টের যৌথ অধিবেশনে ভাষণ দেবেন।

সফরকালে তিনি দেশটির দচুলা পাস, ‘বুদ্ধা ডোরডেনমা’সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থান পরিদর্শন করবেন।

সফর শেষে ৪জুলাই রাষ্ট্রপতির দেশে ফেরার কথা রয়েছে।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর