বনফুলকে ১৫ লাখ টাকা জরিমানা

খাদ্যসামগ্রী প্রস্তুতকারী প্রতিষ্ঠান বনফুলকে ১৫ লাখ টাকা জরিমানা করেছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর রাসায়নিক অ্যামোনিয়া দিয়ে বিস্কুট তৈরির প্রমাণ পাওয়ায় এই জরিমানা করা হয়। এ সময় বনফুলের কারখানা থেকে ৮৩ বস্তা অ্যামোনিয়া জব্দ করা হয়েছে।

আজ শুক্রবার দুপুরে বনফুলের চট্টগ্রামের পটিয়া কারখানায় র‌্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলম এই অভিযান পরিচালনা করেন।

মো. সারওয়ার আলম গণমাধ্যমকে জানান, ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করতে গিয়ে বনফুলের কারখানায় বিস্কুট ও বেকারি পণ্যে ক্ষতিকর অ্যামোনিয়া ব্যবহারের প্রমাণ পাওয়া গেছে। অত্যন্ত নোংরা ও দুর্গন্ধযুক্ত পরিবেশে বনফুলের কারখানায় নিম্নমানের ডালডা দিয়ে লাচ্ছা সেমাই তৈরি করার সময় হাতেনাথে ধরা হয়। সেইসঙ্গে পোড়া তেলে ডালডা মিশিয়ে একই তেলে বারবার লাচ্ছা সেমাই ভাজার চিত্রও দেখা গেছে।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর