‘কদম ফুল’ যেন হারিয়ে যাচ্ছে ধীরে ধীরে

বর্ষায় সবার আগে আসে কদম ফুলের নাম। বৃষ্টি বিধৌত বাতাসে কদম ফুলের ঘ্রাণ যেন ভাসিয়ে নিয়ে যায় স্বপ্নের রাজ্যে। হলুদ ও সাদার মিশ্রণে কদম ফুলের পাপড়িতে লেগে থাকা বৃষ্টির ফোঁটা যেন হিরার জ্যোতি ছড়ায়। অথচ বাংলার প্রকৃতি থেকে বর্ষার আগমনের বার্তাবাহক- ‘কদম ফুল’ যেন হারিয়ে যাচ্ছে ধীরে ধীরে।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর