বিয়ের পর নববধূকে শাঁখা বালা পরতে হয় কেন, জানেন

শাঁখের যেকোনো জিনিস ব্যবহারে শরীর সুস্থ ও নীরোগ থাকে৷ মন শান্ত ও সুন্দর থাকে৷ ১৬ রতি উৎকৃষ্ট বালা ধারণে মেয়েরা অকাল বৈধব্যের হাত থেকে রক্ষা পায় বলে ধারণা জ্যোতিষ শাস্ত্র মতে৷

লাল বালা ধারণে ছেলেমেয়েদের

পড়াশোনায় বাধা, দুর্ঘটনা এবং মামলা মোকদ্দমা থেকে রক্ষা পাওয়া যায়৷ এ বালা বলতে প্রবালকেই বোঝান হয়েছে৷

অবশ্য বালার অত্যাধিক দামের জন্য প্ল্যাস্টিকের বালাও ব্যবহার করা হয, যা আদৌ যুক্তিসঙ্গত নয় এবং বালার মতো কাজে দেয় না৷

তাছাড়া আর একটা বিষয় শাখা সিঁদুর ইত্যাদির দ্বারা একজন মহিলা তিনি বিবাহিত কি-না তা বোঝা যায়৷ ফলে আজকাল কোনো নারী অঙ্গে এসব ধারণের মধ্যদিয়ে সধবার লক্ষণ হিসেবে চিহ্নিত হয়ে থাকে৷

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর