আবারও…

একজন টিভি অভিনেত্রী হিসেবেই এখন দর্শকের কাছে পরিচিত মৌটুসী বিশ্বাস। তবে এক যুগেরও বেশি সময় আগে ক্যারিয়ার শুরুর দিকে উপস্থাপনায় দেখা গিয়েছিল তাকে। সময়ের সঙ্গে সঙ্গে অভিনয়ে ব্যস্ত হওয়ায় আর উপস্থাপনায় দেখা যায়নি মৌটুসীকে। অবশ্য গেল তিন বছর ধরে রমজান মাস উপলক্ষে মাছরাঙা টিভিতে ‘জেরাকল ড্রিংকস অ্যান্ড ডেজার্ট’ অনুষ্ঠানটি সঞ্চালনা করে আসছেন তিনি। সেই ধারাবাহিকতায় আসছে রমজান মাসজুড়েও এ অনুষ্ঠানে উপস্থাপক হিসেবে থাকছেন মৌটুসী। আজ থেকে বিএফডিসিতে এর দৃশ্যায়ন শুরু হচ্ছে। রমজান মাসের প্রথম দিন থেকে অনুষ্ঠানটি মাছরাঙা টিভিতে প্রচার হবে বলে জানান মৌটুসী।
এ প্রসঙ্গে তিনি বলেন, অভিনয়ের পাশাপাশি উপস্থাপনা করতে স্বাচ্ছন্দ্যবোধ করি। এ অনুষ্ঠানটি ব্যতিক্রমধর্মী। তিন বছর আগে যখন শুরু করি তখন থেকেই ভাল লাগা তৈরি হয়ে যায়। এর মধ্য দিয়ে অনেক তারকাকে অতিথি হিসেবে পাই। যাদের সঙ্গে শুটিংয়ের কারণে অনেক সময় দেখা করা হয়ে ওঠে না। তাই অনুষ্ঠানটির সুবাদে তাদের সঙ্গে কথা বলার সুযোগটি হয়ে যায়। সবশেষে বলব, দর্শক অনুষ্ঠানটি দেখে খুবই উপভোগ করবেন বলেই আশা করছি। উল্লেখ্য, ২০০০ সালে একুশে টিভির ট্রাভেল বিষয়ক শো ‘অ্যাডভেঞ্চার বাংলাদেশ’-এর মধ্য দিয়ে উপস্থাপনায় অভিষেক ঘটে মৌটুসীর। এরপর ২০০৩ সালে এনটিভির ‘প্রিয়মুখ’ অনুষ্ঠানে দেখা যায় তাকে। দীর্ঘ বিরতির পর চ্যানেল টোয়েন্টিফোরে ‘সার্কেল দ্য গ্লোব’ সঞ্চালনা করেন এ অভিনেত্রী। বর্তমানে মৌটুসী অভিনীত ধারাবাহিক ‘ডলস হাউস টু : সাতটি তারার তিমির’ এটিএন বাংলায় প্রচার চলছে। এছাড়াও এনটিভির ‘ফ্যামিলি প্যাক’ নাটকেও অভিনয় করছেন তিনি। পাশাপাশি তার ‘একঝাঁক মৃত জোনাকি’ ও ‘ঝালমুড়ি’ ধারাবাহিক নাটক দু’টি প্রচারের অপেক্ষায় রয়েছে।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর