ফোনালাপে বাড়ছে খরচ

২০১৫-১৬ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে ফোনালাপের ওপর অতিরিক্ত করারোপ করছে সরকার। আগের ১৫ শতাংশ মূল্য সংযোজন করের পাশাপাশি এখন থেকে ৫ শতাংশ সম্পূরক শুল্ক দিতে হবে। অর্থ আইন-২০১৫-তে অতিরিক্ত করারোপের বিষয়টি উল্লেখ থাকবে।
নতুন এ আইন কার্যকর হলে গ্রাহকরা ১০০ টাকা রিচার্জ করলে কথা বলতে পারবে ৮৩ টাকার। এর সঙ্গে এসএমএস, এমএমএস ও ইন্টারনেট ব্রাউজিংয়ের ওপর ভ্যাটের পাশাপাশি ৫ শতাংশ সম্পূরক শুল্কও আদায় করা হবে।
গ্রাহকরা বর্তমানে সিমকার্ড ব্যবহারের মাধ্যমে মোবাইলে কথোপকথন ছাড়াও এসএমএস, এমএমএস ও ইন্টারনেট ব্রাউজিং সেবা পেয়ে থাকেন। আইন পরিবর্তন ও নতুন নিয়মের কারণে এখন থেকে ৫ শতাংশ সম্পূরক শুল্ক আরোপ করা হবে সিম এবং রিমকার্ড ব্যবহারের মাধ্যমে প্রদত্ত সেবার ওপর।

তবে নতুন মোবাইল সিমের শুল্কহার ৩০০ টাকা থেকে কমিয়ে ১০০ টাকা করার প্রস্তাব রেখেছেন অর্থমন্ত্রী। সিমকার্ড প্রতিস্থাপনের ওপর ১০০ টাকা শুল্ক হার অপরিবর্তিত রাখার প্রস্তাব করেছেন তিনি।
সিমকার্ড প্রতিস্থাপনে কর নিয়ে আগে থেকে জাতীয় রাজস্ব বোর্ড ও মোবাইল ফোন অপারেটরদের মধ্যে দ্বন্দ্ব চলছিল।
Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর