আ.লীগ নেতা ইউপি চেয়ারম্যানকে ধরে দিলেই ২৫ হাজার টাকা পুরস্কার

যশোরে হিন্দুদের দেশ ত্যাগে বাধ্যকারী আওয়ামী লীগ নেতা ইউপি চেয়ারম্যান শাহীন রহমানকে ধরতে ২৫ হাজার টাকা পুরস্কার ঘোষণা করেছেন যশোরের এসপি আনিসুর রহমান।

শুক্রবার সকালে চৌগাছা উপজেলার রানিয়ালী মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় তিনি এ ঘোষণা দেন।

পাশাপোল ইউনিয়নেরু হিন্দু সম্প্রদায়ের ওপর অন্যায় অত্যাচার প্রতিরোধে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান

ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক ও আন্তর্জাতিক অপরাধ ট্যাইবুনালের প্রসিকিউটর অ্যাড. রানা দাস গুপ্ত।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন যশোরের পুলিশ সুপার আনিসুর রহমান, চৌগাছা উপজেলা নির্বাহী অফিসার নারগিস পারভীন, যশোরের সার্কেল এসপি ভাস্কর সাহা, চৌগাছা উপজেলা ভাইস চেয়ারম্যান দেবাশীষ মিশ্র জয়, চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এম মসিউর রহমান প্রমুখ।

হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ চৌগাছা উপজেলা শাখা আহবায়ক অনন্ত সরকার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

সভায় যশোরের এসপি চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা শাহীন রহমানকে ধরিয়ে দিতে পারলে ২৫ হাজার টাকা পুরস্কার ঘোষণা করেন।

উল্লেখ্য, হিন্দুদের কাছে চাঁদাবাজি, নিপীড়ন, ধর্মীয় অনুভূতিতে আঘাত ও দেশত্যাগে বাধ্য করার অভিযোগে গত সোমবার দশপাকিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ রেজাউল ইসলাম বাদী হয়ে চৌগাছা থানায় মামলা দায়ের করেন।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর