সিলেকশন আর ইলেকশনের মধ্যে কোনো পার্থক্য নেই : জুনায়েদ সাকি

গণসংহতি অন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি বলেছেন, দেশে সিলেকশন আর ইলেকশনের মধ্যে কোনো পার্থক্য নেই। নির্বাচন কমিশন স্বাধীন সংস্থা হলেও তারা সরকারের একটি উইং হয়ে কাজ করছেন।

তিনি বলেন, এতে সাধারণ মানুষের ভোটের স্বাধীনতা খর্ব হচ্ছে।

শনিবার যশোর প্রেসক্লাবে

আয়োজিত গণসংহতি আন্দোলনের কর্মী সমাবেশে এসব কথা বলেন তিনি।

জুনায়েদ সাকি বলেন, ভারত বাংলাদেশের শুভাকাঙ্ক্ষী হলেও কার্যত তারা এদেশকে পদানত রাষ্ট্রে পরিণত করতে চাচ্ছে। বর্জুয়া দেশগুলোর মত তাদের এ আচরণ বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য হুমকিস্বরুপ।

তিনি বলেন, জামায়াতে ইসলামী সরাসরি বাংলাদেশের স্বাধীনতার বিরোধী। তাদের আরো আগেই নিষিদ্ধ করার প্রয়োজন ছিল। কিন্তু প্রধান দল দু’টি তাদের নিয়ে রাজনীতি করতে গিয়ে তাদের প্রতিষ্ঠিত করেছে। যার চড়া মাশুল গুনতে হচ্ছে এখন।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর