পঞ্চম মেয়াদের জন্য নির্বাচিত হলেন শাদের প্রেসিডেন্ট দেবি

শাদের প্রবীণ নেতা ইদ্রিস দেবি পঞ্চম মেয়াদের জন্য প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। এর ফলে তার ক্ষমতার থাকার সময়সীমা ২৬ বছর হলো। বৃহস্পতিবার জাতীয় নির্বাচন কমিশন একথা ঘোষণা করেছে।

বিরোধী দল এই নির্বাচনে ব্যাপক কারচুপির অভিযোগ এনেছে।

প্রথম দফার প্রেসিডেন্ট নির্বাচনে ৬০ শতাংশের বেশি ভোট পেয়ে দেবি প্রধান বিরোধী দলীয় নেতা সালেহ্ কেবজাবো থেকে অনেক এগিয়ে রয়েছেন।

সালেহ্ মাত্র ১২ শতাংশ ভোট পেয়েছেন।

তবে তিনি এই নির্বাচনে ব্যাপক কারচুপি হয়েছে বলে অভিযোগ করেছেন।
খবর বার্তা সংস্থা এএফপি’র।

সালেহ্সহ বিরোধী দলীয় রাজনীতিবিদরা বলেন, ‘আমরা এই নির্বাচনের ফলাফল মানি না।’
তারা এই নির্বাচনে ব্যাপক কারচুপির অভিযোগ আনেন।

বিরোধী রাজনীতিবিদদের গ্রুপটি বলেছে, ‘কয়েকশ ব্যালট বাক্স উধাও হয়ে গেছে।’
এছাড়াও তাদের ‘গ্রেফতার করে জেলখানায় আটকে রাখা’ হয় বলেও তারা অভিযোগ করেন।

যেসব সৈন্য দেবির বিরুদ্ধে ভোট দেয়ার ইচ্ছা প্রকাশ করেছিল তারাও ‘নিখোঁজ’ রয়েছে।
গত সপ্তাহে আফ্রিকান ইউনিয়নের পর্যবেক্ষকরা এই নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়েছে বলে ঘোষণা করেন।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর