ঘর পরিষ্কারে লেবু

মুখে কিছু খেতে ভালো লাগছে না। খাবারে কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়ে নিলেই, স্বাদ ফিরে আসে মুখে। খেতে ভালো লাগে। ত্বকের সৌন্দর্য ধরে রাখতেও লেবুর ভূমিকা অপরিসীম। আবার এই লেবুই ঘরের বাসপত্র চকচকে রেখে, ঘরে সতেজতা ধরে রাখতে সাহায্য করে। কীভাবে তা সম্ভব জেনে নেওয়া যাক।

রান্না করতে গিয়ে অনেক সময় খাবার ধরে গিয়ে কড়াইয়ে দাগ পড়ে। রান্নার পোড়া দাগ বাসন থেকে তুলতে লেবু কার্যকরী।

পিতলের বাসনের কালচে ভাব নিমেষেই দূর করা যায় লেবুর রল দিয়ে।

খাবার পর বা কোনও কারণে হাত তেল চিটচিটে হলে একটু লেবু ঘষে নিন।

সাদা জামা নিয়মিত সাবান দিয়ে ধুয়ে নেন। তা সত্ত্বেও তাতে লালচে ছোপ পড়ে। তা এড়াতে চাইলে লেবুর রস মেশানো পানি দিয়ে মাঝে মাঝে জামা ধুয়ে নিতে পারেন। তাতে সাদা জামা ভালো থাকবে।

রান্নাঘরের মেঝের তেলতেল ভাব দূর করতে লেবু পানি দিয়ে তা মুছে নিতে পারেন।

ঘরে অনেক সময় দূর্গন্ধ হয় নানা কারণে। পরিবেশ সতেজ রাখতে ঘরের কোণায় কোণায় স্প্রে করতে পারেন লেবুর পানি। কিছুক্ষণের মধ্যেই তা পরিষ্কার পানিতে ভেজানো কাপড় দিয়ে মুছে নিন।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর