ভারত ম্যাচের দায় নিলেন মাহমুদউল্লাহ

এশিয়া কাপের ফাইনালে পাকিস্তানের বিপক্ষে ২ রানের হারটা এতদিন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে যন্ত্রনাদায়ক হার ছিল। টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষের ১ রানের পরাজয়টা হার মানিয়েছে সেই দুঃস্মৃতিকেও। ব্যাঙ্গালুরুর ওই হারের দায়টা আগেই নিয়েছেন মুশফিকুর রহিম। বুধবার দায় নিলেন মাহমুদউল্লাহ রিয়াদও।

জয়ের জন্য ৩ বলে দরকার মাত্র ২ রান। এই মামুলি লক্ষ্যটাই জয় করতে পারেনি বাংলাদেশ। উল্টো ৩ উইকেট খুইয়ে এসেছে টাইগাররা। অথচ উইকেটে ছিলেন বাংলাদেশের দুই অভিজ্ঞ ব্যাটসম্যান মাহমুদউল্লাহ ও মুশফিক। মুশফিক যেই ভুলটা করে সাজঘরে ফিরে গেছেন পরের বলে সেই পথেই হেঁটেছেন মাহমুদউল্লাহ। বাউন্ডারি হাঁকানোর প্রবণতাই শেষ অবধি কাল হয়েছে বাংলাদেশের জন্য। প্রায় জিতে যাওয়া ম্যাচটা টাইগারদের জন্য হয়ে থাকল ভয়ঙ্কর এক দুঃস্বপ্ন।

বুধবার বিডিনিউজ টুয়েন্টিফোরকে দেয়া একান্ত সাক্ষাৎকারে ওই দুঃস্মৃতির দায় নিয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। বলেছেন, ‘এটা কী ভোলা যায়? আমি আর মুশফিক যখন ব্যাট করছিলাম, ৩ বলে ২ রান দরকার ছিল, একবারও মনে হয়নি যে ম্যাচটা আমরা হারতে পারি। দারুণ দুটি ৪ মারার পর মুশফিক আউট হয়ে যাবে, সত্যি বলতে সেটা চিন্তাই করতে পারিনি। এরপর আমিও আউট হয়ে যাব, সেটাও ভাবতে পারিনি। ভুল করে ফেলেছি। তখনও আশা ছিল। শেষ বলে অন্তত ১ রান হবে ভেবেছিলাম। হয়নি, দায়টা আমারই। হারের দায়টা নিজেই নিচ্ছি। চাইছিলাম আমিই শেষ করে আসি…যেটা বললাম, ভুল হয়ে গেছে। সুযোগটা ছিল, পারিনি।’

বিশ্বমঞ্চে ভারতের বিপক্ষে জয় না পাওয়ার আক্ষেপটা এখনো পোড়াচ্ছে মাহমুদউল্লাকে। বলেছেন, ‘যে ভুলটা হয়ে গেছে, সেটা তো ফিরে পাব না। তবে বড় একটা সুযোগ ছিল খুব ভালো কিছু করার। বিশেষ করে ভারতের মাটিতে ভারতকে হারানোর সুযোগ।’

ব্যাঙ্গালুরুর ওই ম্যাচ থেকে শিক্ষা নিতে চান মাহমুদউল্লাহ, ‘ছক্কা মারারই বল ছিল। মিস করেছি। এখন তো আর পেছনে গিয়ে শোধরানো সম্ভব নয়। চেষ্টা করব সামনে এমন পরিস্থিতি হলে আরো ভালো অপশন বেছে নিতে।’

টি-টোয়েন্টি বিশ্বকাপ পরবর্তী ছুটি কাটিয়ে মাঠে ফেরার অপেক্ষায় বাংলাদেশের ক্রিকেটাররা। ঢাকা প্রিমিয়ার লিগকে সামনে রেখে ইতোমধ্যে অনুশীলনও শুরু করে দিয়েছেন টাইগাররা। বুধবার অনুশীলনের ফাঁকেই বিডিনিউজ টুয়েন্টি ফোরকে দেয়া এক সাক্ষাৎকারে ভারত ম্যাচ হারের দায় নিয়েছেন মাহমুদউল্লাহ।

প্রসঙ্গত, প্রাইম ব্যাংক ক্রিকেটার্সের হয়ে শিরোপা জেতা অধিনায়ক মাহমুদউল্লাহ এবার লিগ খেলবেন শেখ জামালের জার্সিতে। ‘প্লেয়ার ড্রাফট’ লটারিতে সবার আগে বাছাইয়ের সুযোগ পেয়ে অভিজ্ঞ অলরাউন্ডারকে দলে টেনে বাজিমাত করে ধানমন্ডির ক্লাবটি।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর