নববর্ষে ইলিশ না খাওয়ার অনুরোধ

খুলনা জেলা প্রশাসন মা-ইলিশ ও জাটকা রক্ষায় ইলিশ ছাড়াই বাংলা নববর্ষ উদযাপনের সিদ্ধান্ত নিয়েছে । আজ সোমবার খুলনা জেলা প্রশাসক নাজমুল আহসান ফেসবুক পেজে এ কথা জানিয়েছেন। পাশাপাশি অন্যদেরও একই পন্থা অবলম্বনের অনুরোধ জানিয়েছেন খুলনার জেলা প্রশাসক।

নাজমুল আহসান ফেসবুকে লিখেছেন, চলমান মৌসুমটি হচ্ছে ইলিশ প্রজননের উৎকৃষ্ট সময়। এ সময় পহেলা বৈশাখকে উপলক্ষ করে বাজারে ইলিশের চাহিদা বেড়ে যায়। ফলে নদীতে জাটকা ও মা ইলিশ নিধন শুরু হয় ব্যাপক হারে। তাই জাতীয় বৃহত্তর স্বার্থ বিবেচনা করে জেলা প্রশাসন খুলনা এ বছরের (১৪২৩ বঙ্গাব্দ) পহেলা বৈশাখের আয়োজনে ইলিশ মাছ না রাখার সিদ্ধান্ত নিয়েছে।

তবে অন্যসব আয়োজন আগের মতোই থাকবে। জেলা প্রশাসকের এই আহবানে অনেকে সাড়া দিয়েছেন।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর