নিলামের থাকছেন সাকিব-মুস্তাফিজ

তারা দুজনই আইপিএলে খেলতে গেছেন। আইপিএল শেষ হবে ৯ মে। ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগও হওয়ার কথা ছিল এই সময়ে। যে কারণে প্লেয়ার্স ড্রাফটে রাখা হয়নি সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমানকে। কিন্তু আজ সিসিডিএমের সভায় সিদ্ধান্ত হয়েছে দুজনকেই প্লেয়ার্স ড্রাফটে রাখার।

আইপিএল শেষ করে এসে ঢাকা লিগের শেষ দিকের দুই চারটে ম্যাচ পেলেও পেতে পারেন তারা। হয়ত এটা ভেবেই দুই তারককে প্লেয়ার্স ড্রাফটে রাখার সিদ্ধান্ত। সাকিব থাকবেন আইকন ক্যাটাগরিতে। আর মুস্তাফিজ এ প্লাস বিভাগে।শনিবার সা্ংবাদিকদের এমনটাই জানিয়েছেন বিসিবির অন্যতম পরিচালক মাহবুব আনাম।

তিনি জানান, কোন দল যদি তাদের নেয় সেক্ষেত্রে ম্যাচ প্রতি কত পারিশ্রমিক দেওয়া হবে , সেটা উল্লেখ থাকতে হবে চুক্তিতে।

২২ এপ্রিল ১২ দল নিয়ে শুরু হবে ৫০ ওভারের লিগ ঢাকা প্রিমিয়ার ক্রিকেট। কালকে হবে খেলোয়াড়দের নিলাম। দেখা যাক, নিলামে সাকিব- মুশফিক বিক্রি হন কিনা?

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর