কয়রায় বেড়িবাঁধ ভেঙে প্লাবিত দুই গ্রাম, বিপন্ন শত পরিবার

কয়রায় পানি উন্নয়ন বোর্ডের ১৩/১৪-১ পোল্ডারের হরিহরপুর বেড়িবাঁধ ভেঙে দুটি গ্রাম নোনা পানিতে তলিয়ে গেছে।

জানা গেছে, উপজেলার উত্তর বেদকাশি ইউনিয়নে গত বৃহস্পতিবার দুপুরে প্রবল জোয়ারে শাকবাড়িয়া নদীর হরিহরপুর বেড়িবাঁধের ১শ ফুট এলাকা নদী গর্ভে বিলীন হয়ে যায়। এ সময় শত শত মানুষ পানিবন্ধি হয়ে পড়ে এবং বেশ কয়েকটি চিংড়ি ঘের ভেসে যায়। অর্ধশত কাঁচা ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়।

খবর পেয়ে উপজেলা চেয়ারম্যান আ খ ম তমিজ উদ্দিন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ বদিউজ্জামান ও উত্তর বেদকাশি ইউপি’র নব নির্বাচিত চেয়ারম্যান সরদার নুরুল ইসলাম ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জরুরি ভিত্তিতে বাঁধ মেরামতের নির্দেশ দেন।

নব নির্বাচিত ইউপি চেয়ারম্যান অভিযোগ করে বলেন, বিগত বছর বাঁধে ভাঙন ধরেছিল। কিন্তু পাউবো কার্যকরী ব্যবস্থা গ্রহন না করায় জনগনের সম্পদহানি ঘটেছে।

পাউবোর উপ-বিভাগীয় প্রকৌশলী ফারুক আহমদ জানিয়েছেন, বেড়িবাঁধ মেরামতে স্থানীয় শ্রমিক দৈনিক মুজুরির ভিত্তিতে কাজ করছে। ক্ষতিগ্রস্থ বেড়ি বাঁধ দ্রুত মেরামত করা সম্ভব হবে বলে তিনি জানান।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর