ফেসবুক ব্যবহারকারীদের জন্য দারুণ সুখবর, আজ সবার জন্য উন্মুক্ত হচ্ছে ফেসবুক লাইভ

ফেসবুক ব্যবহারকারীদের জন্য দারুণ সুখবর, আজ সবার জন্য উন্মুক্ত হচ্ছে ফেসবুক লাইভ।
এই ফিচারের মাধ্যমে স্মার্টফোন দিয়ে ফেসবুকে ভিডিও লাইভ করা যাবে। এতদিন এ সুবিধা সেলিব্রেটি এবং ভেরিফায়েড প্রোফাইল ও পেজের জন্য চালু ছিল।

বুধবার সন্ধ্যায় ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক

জুকারবার্গ তার ফেসবুক পেজে লিখেছেন, ‘আজ আমরা সবার জন্য ফেসবুক লাইভ চালু করছি। এর মাধ্যমে সহজেই লাইভ ভিডিও তৈরি ও শেয়ার করা যাবে। লাইভ সুবিধা যেন পকেটে টিভি ক্যামেরা থাকার মত।

জুকারবার্গ লিখেছেন, যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সকাল সাড়ে দশটায় এ সুবিধাটি চালু হবে। এসময় তিনি ফেসবুকের মাধ্যমে অনুষ্ঠানটি লাইভ করবেন।

ফেসবুকে করা লাইভ ভিডিও টাইম লাইনে সেভ থাকবে। কেউ চাইলে সেটি অন্য যেকোনো সময় দেখা এবং শেয়ার করা যাবে।

এজন্য ফেসবুককে কোনো ফি দিতে হবে না। এটি ফেসবুকের উন্মুক্ত পরিষেবা বলেই জানান ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর