তৃতীয় ধাপের ইউপি নির্বাচন বর্জনের হুমকি বিএনপির

দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ব্যাপক অনিয়ম ও কারচুপির অভিযোগে তৃতীয় ধাপের নির্বাচন বর্জনের হুমকি দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

বৃহস্পতিবার প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকীব উদ্দীন আহমদের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ কথা জানান দলটির যুগ্ম-মহাসচিব মোহাম্মদ শাহজাহান।

নির্বাচন কমিশন প্রসঙ্গে শাহজাহান বলেন, খারাপ নির্বাচনের পক্ষে সাফাই গাইছে নির্বাচন কমিশন। ক্ষমতার যথাযথ প্রয়োগ করতে পারছে না। সিইসি মুখে না বললেও তার পুরো অবয়বে অসহায়ত্ব ফুটে উঠেছে।

শাহজাহান আরও বলেন, দ্বিতীয় ধাপের নির্বাচন সন্ত্রাসীদের উৎসবে পরিণত হয়েছে। যা নিয়ে ইসি কার্যকর কোনো ব্যবস্থা নিচ্ছে না। দু-একটা বিচ্ছিন্ন ঘটনার কথা বলে সুষ্ঠু ভোট বলে ইসি সাফাই গাইছে। দুই ধাপের পুনর্নির্বাচনের দাবি জানিয়েছি আমরা। কী ব্যবস্থা নেয়, তা দেখব। তৃতীয় ধাপেও যদি এরকম সন্ত্রাসী, দখলের ভোট হয়, সুষ্ঠু ভোট আয়োজনে ইসি ব্যর্থ হয়; পরবর্তী তিন ধাপে ভোটে থাকব কি থাকব না, সে বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে আমাদের।

দ্বিতীয় দফায়ও বিএনপির দাবির বিষয়ে শাহজাহান বলেন, প্রথম ও দ্বিতীয় ধাপের পুনর্ভোট চাই আমরা। সিইসি জানিয়েছেন- পরবর্তী নির্বাচনগুলোতে সুষ্ঠু ভোট নিশ্চিত করতে ব্যবস্থা নেবেন। দেখা যাক কী হয়।

প্রতিনিধি দলে ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ক্যাপ্টেন (অব.) সুজাউদ্দিন, বিএনপির সহ-প্রচার সম্পাদক ইমরান সালেহ প্রিন্স।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর