এটাকে বলে দিবা রাত্রি নির্বাচন

রথমবারের মতো দলীয়ভাবে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে কেন্দ্র দখল, জাল ভোটসহ নানা অনিয়ম আর সহিংসতার উল্লেখ্য করে বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ তার ফেসবুকে লেখেছেন, এটাকে বলে দিবা রাত্রি নির্বাচনৃ.অনেকটা ফধু হরমযঃ পৎরপশবঃ সধঃপয এর মতন । রাত্রে বেলা ভোট বাক্স ভরও আর দিনের বেলা গুনে ফেলো।

উল্লেখ্য, ইসির পরিসংখ্যান অনুযায়ী প্রথম ধাপের ৭৩৪ ইউপিতে সবমিলিয়ে ৩৬ হাজার ৪৫৬ জন প্রার্থী রয়েছেন। এর মধ্যে ৩ হাজার ৩৪ জন চেয়ারম্যান, ২৫ হাজার ৮৪৭ জন সাধারণ সদস্য ও ৭ হাজার ৫৭৫ জন সংরক্ষিত সদস্য প্রার্থী রয়েছেন। একটি বাদে সবকটিতে আওয়ামী লীগের প্রার্থী রয়েছে। বিএনপির প্রার্থী রয়েছে ৬১৩টিতে। স্বতন্ত্র প্রার্থী রয়েছেন ১ হাজার ২৪৬ জন। এর বড় অংশ আওয়ামী লীগ ও বিএনপির বিদ্রোহী প্রার্থী এবং জামায়াতের প্রার্থী।

এদিকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদ মঙ্গলবার বিকালে ইসি সচিবালয়ে সংবাদ সম্মেলন বলেছেন, ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন হয়েছে।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর