জনতা ব্যাংক থেকে দুই কোটি টাকা আত্মসা‍ৎ

রাষ্ট্রীয় মালিকানাধীন জনতা ব্যাংকের লোকাল অফিস থেকে প্রায় দুই কোটি টাকা আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে।

সোমবার (২১ মার্চ) রাতে ব্যাংকের লোকাল অফিসের মহাব্যবস্থাপক ফরজ আলী এ তথ্য জানান।

তিনি বলেন, এফডিআর’র হিসাবে গড়মিল হওয়ায় দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা সিনিয়র অফিসার রাজীব হাসান ও তার সহকারী কামরুজ্জামানকে রোববার (২০ মার্চ) বিকেলে জিজ্ঞাসাবাদ করা হয়। প্রথমে অস্বীকৃতি জানালেও, পরে টাকা আত্মসাতের কথা স্বীকার করেন তারা। আইনি পদক্ষেপ নেওয়ার জন্য রোববার রাজধানীর মতিঝিল লোকাল অফিসেই সারারাত তাদের আটকে রাখা হয়। সোমবার তারা কিছু টাকা ফেরতও দেন।

সূত্র জানায়, ওই দুই কর্মকর্তা বিভিন্ন গ্রাহেকের এফডিআর’র টাকা দেওয়ার সময় নিজেরাও কয়েকটি ভুয়া হিসাবে খুলে প্রায় দুই কোটি টাকা আত্মসাৎ করে। সম্প্রতি টাকার গড়মিল পাওয়ায় তাদের জিজ্ঞাসাবাদ করা হয়।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর