বাংলাদেশ থেকে বছরে পাচার হচ্ছে ৭০ হাজার কোটি টাকা

বাংলাদেশ থেকে বছরে ৯০০ কোটি ডলার বিদেশে পাচার হয়ে যায় বলে জানিয়েছে সেন্টার ফর পলিসি ডায়লগ বা সিপিডি’র নির্বাহী পরিচালক ড. মোস্তাফিজুর রহমান।

রবিবার রাজধানীর হোটেল সোনারগাঁয়ে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। বাংলাদেশ ইন্টারন্যাশনাল

চেম্বার অফ কমার্স (আইসিসি, বাংলাদেশ) বাংলাদেশের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের চ্যালেঞ্জ প্রসঙ্গে এ সভার আয়োজন করে।

মোস্তাফিজুর রহমান বলেন, অর্থ পাচার হয়ে যাওয়াটা আমাদের জন্য চিন্তার বিষয় । কারণ, বছরে যে ৯০০ কোটি ডলার বা প্রায় ৭০ হাজার কোটি টাকা পাচার হয় তা মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ৬ শতাংশেরও উপরে।

এর আগে আলোচনা সভার মূল প্রবন্ধে বিশ্বব্যাংকে লিড ইকোনমিস্ট ড. জাহিদ হোসেন বলেন, বাংলাদেশ থেকে বছরে পাচার হওয়া অর্থের পরিমাণ জিডিপির ১.২ শতাংশের সমান।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর