কোরআন শরীফে আল্লাহ জীবন ব্যবস্থার সবকিছু বলে দিয়েছেন

বাংলাদেশ সুপ্রিম কোর্টের মাননীয় বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন বলেছেন, ধর্মীয় কাজে ব্যস্ত থাকলে মনের কুপ্রবৃত্তি আর কুমন্ত্রণার সুযোগ পাওয়া যায়না। আপনি অবসর সময়ে কুচিন্তা করলে ধীরে ধীরে এটাকে ফলপ্রসু করায় চেষ্টায় থাকবেন। এজন্যই ইসলাম ধর্মে কখনই কুচিন্তা করতে বলা হয়নাই। সূচিন্তা করলে নিজেও ভাল থাকবেন, সমাজও ভালো থাকবে। আমরা মোটামোটি হারাম হালাল ভুলেগেছি। কোনটাকে হালাল বলে আর কোনটাকে হারাম বলে এটা আমরা চিন্তা ভাবনা করিনা।

আমরা মনে করি এই দুনিয়াই বুঝি আমাদের শেষ। আমরা বিদেশী কালচার নিয়ে চিন্তিত। কিন্তু বিদেশীরা কালচারগুলো আমাদের কাছ থেকে
নিয়ে গেছে। তারা আমাদের

ভাল জিনিষগুলো নিয়ে গিয়ে প্রসারিত করতেছে আর আমাদেরকে নানান ভাবে উৎপিড়িত করে নানান উল্টাসিধা কথা বার্তার মধ্যে চালিয়ে দিয়ে যাচ্ছে। কোরানশরীফের প্রতি আমাদের অবজ্ঞা রয়েছে। আমরা এটাকে খাটের উপরেই রেখে দেই। আমরা এটাকে পড়েও দেখিনা এমনকি পড়ার চিন্তাও করিনা। আমরা মনে করি কোআরনশরীফ শুধু হুজুরদের জন্য। কোরআন শরীফের মধ্যে আল্লাহ
জীবন ব্যাবস্থার সবকিছু বলে দিয়েছেন। নিয়ত আমাদের ভালো থাকতে হবে নাহলে কোন কাজেই সফলতা অর্জন সম্ভব নয়।

তিনি শক্রবার রাতে ফেন্সুগঞ্জ উপজেলার নিজামপুর গ্রামে গ্রামবাসীর উদ্যেগে আলহাজ বশির আলী ফাউন্ডেশনের সার্বিক সহযোগীতায় এলাকার
মুর্দেগানদের ঈসালে সোয়াব উপলক্ষে ওয়াজ ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

এলাকার বিশিষ্ট মুরব্বি মছরু মিয়ার সভাপতিত্বে মহফিলে প্রধান বক্তার হিসেবে নছিহত পেশ করেন মাওলানা হুসাম উদ্দিন চৌধুরী সাহেবজাদায়ে ফুলতলী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগের সহকারী অধ্যাপক মাওলানা আহমদ আহসান চৌধুরী সাহান, বাংলাদেশের সহকারী এটার্নি জেনারেল ও আলহাজ্ব বশির আলী ফাউন্ডেশনের চেয়ারম্যান এ্যডভোকেট আব্দুর রকিব মন্টু।

উক্ত মাহফিলে বিপ্লব নামে এক হিন্দু ব্যক্তি স্বেচ্ছায় ইসলাম ধর্মগ্রহণ করেন। তাকে কালেমা পাঠ করান সাহেবজাদায়ে ফুলতলী মাওলানা হুসাম উদ্দিন চৌধুরী।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর