জিপিএ-৫ ও পাসের হারে এগিয়ে ছেলেরা

এবার এসএসসি ও সমমান পরীক্ষায় পাসের হার ৮৭ দশমিক ০৪ শতাংশ। শনিবার দেশের ১০টি শিক্ষা বোর্ডের এ ফল একযোগে প্রকাশ হয়। প্রকাশিত এই ফলাফলে পাসের হার ও জিপিএ-৫ দুটোতেই মেয়েদের পেছনে ফেলেছে ছেলেরা।

এ বছর এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেয় ১৪ লাখ ৭৩ হাজার ৫৯৪ জন শিক্ষার্থী। এর মধ্যে ছাত্রী ৭ লাখ ১১ হাজার ৯৬৪ জন, পাস করেছে ৬ লাখ ১৬ হাজার ৮৫৪ জন। অন্যদিকে, ৭ লাখ ৬১ হাজার ৬৩০ জন ছাত্র পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ৬ লাখ ৬৫ হাজার ৭৬৪ জন। অর্থাৎ পাসের হার মেয়েদের ৮৬ দশমিক ৬৪ আর ছেলেদের ৮৭ দশমিক ৪১ শতাংশ।

এদিকে, জিপিএ-৫ এর ক্ষেত্রেও ছেলেরা মেয়েদের চেয়ে এগিয়ে রয়েছে। এবার জিপিএ-৫ ছেলেরা পেয়েছে ৬০ হাজার ৩৭০ জন এবং মেয়েরা পেয়েছে ৫১ হাজার ৫৩১ জন।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর