১৪ দলের আন্দোলনকে ক্ষতিগ্রস্ত করবে তারা : শিরীন আখতার

হাসানুল হক ইনু-সমর্থিত জাসদের নতুন কমিটির সাধারণ সম্পাদক শিরীন আখতার বলেছেন, ওদের সাম্প্রতিক কর্মকাণ্ডে মনে হচ্ছে- মৌলবাদ ও জঙ্গিবাদীদের হাতকে শক্তিশালী করবে। তাদের আচরণে মৌলবাদ জঙ্গিবাদের বিরুদ্ধে আওয়ামী লীগের নেতত্বাধীন ১৪দলের আন্দোলনকে ক্ষতিগ্রস্ত করবে।

রোববার বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে জাসদের কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা বলেন শিরীন আখতার।

শনিবার রাতে সাধারণ সম্পাদক পদ নিয়ে দ্বন্দ্বে

ক্ষমতাসীন ১৪ দলীয় জোটের অন্যতম শরিক জাসদ ভেঙে যায়। শনিবার দলটির দুই পক্ষ কেন্দ্রীয় দুটি কমিটি গঠনের ঘোষণা দেয়।

একদিকে রয়েছেন হাসানুল হক ইনু ও শিরীন আখতারসহ কয়েকজন। আর অন্যদিকে রয়েছেন শরীফ নুরুল আম্বিয়া ও স্থায়ী কমিটির সদস্য নাজমুল হক প্রধান, মঈন উদ্দীন খান বাদলসহ দলের আরেকটি অংশ।

শিরিন আকতার সাংবাদিকদের বলেন, দলের ১ হাজার ২০৫ জন কাউন্সিলরের অধিকাংশই আমাদের পক্ষে ভোট দিয়ে নির্বাচিত করেছেন। ভোটগ্রহণও স্বচ্ছ ছিল। যারা এখন ইচ্ছে করে সরে যেতে চাচ্ছেন তাদেরও কমিটিতে রেখেছি। তাদের জন্য সব দুয়ার খোলা। চাইলেই ফিরে আসতে পারেন তারা।

এদিকে দলে ভাঙনের কারণ দীর্ঘদিন জমে থাকা ক্ষোভের বিস্ফোরণ বলে মন্তব্য করেছেন জাসদ (একাংশ) কার্যকরী সভাপতি মাঈনুদ্দিন খান বাদল। দলের সভাপতি হাসানুল হক ইনুর আর্থিক স্বচ্ছতা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।

রোববার জাতীয় সংসদে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর