নারী সংরক্ষণ বিল পাসের দাবি লোকসভায়

ভারতের পার্লামেন্ট সদস্যরা নারী সংরক্ষণ বিল পাস করার দাবি জানিয়েছেন। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে মঙ্গলবার লোকসভায় বক্তৃতাকালে বিরোধী দল কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী লোকসভায় নারী অধিকার সংরক্ষণ বিল পাস করার দাবি জানান।

ভারতের লোকসভা, রাজ্যসভা ও বিধানসভায় নারীদের জন্য ৩৩ শতাংশ আসন সংরক্ষিত রাখার প্রস্তাব সম্বলিত বিলটি লোকসভায় আটকে রয়েছে।

সোনিয়া গান্ধী নারীদের সমান অধিকারের পক্ষ সমর্থন করে বলেন, নারীরা যেসব সামাজিক অনাচারের সম্মুখীন দেশের তা মোকাবেলা করার সাহস থাকা উচিত।

তিনি বলেন, নারীদের জন্য ৩৩ শতাংশ আসন বাধ্যতামূলকভাবে সংরক্ষিত রাখার বিধান সম্বলিত একটি আইন পাস হওয়ার পর পঞ্চায়েত ও স্থানীয় সরকারে এখন নির্বাচিত নারী প্রতিনিধির সংখ্যা ৪০ শতাংশে উন্নীত হয়েছে।

এর আগে স্পিকার সুমিত্রা মহাজন নারীদের অংশগ্রহণে সমতা এবং নারী শিক্ষার পথের বাধা অপসারণের অঙ্গীকারের প্রতি নিজেদের উৎসর্গ করার জন্য আইনপ্রণেতাদের প্রতি আহ্বান জানান।

তিনি বলেন, নারীরা সবসময় কন্যা, ভগ্নি, জায়া, জননী- নানা রূপে সমাজের উন্নয়নে অবদান রেখে চলেছে।
তিনি সমাজের সকলস্তরে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার, জাতিগঠন ও উন্নয়ন কর্মকাণ্ডে নারীদের সর্বোচ্চ অংশগ্রহণ নিশ্চিত করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব আরোপ করেন।

আলোচনায় অংশ নিয়ে বিজিপি এমপি হেমামালিনী বলেন, প্রতিটি মেয়েকে ছেলেদের মতো বড় স্বপ্ন দেখতে দিতে হবে।

তিনি বলেন, যে সমাজ নারীকে সঠিকভাবে লালন করে, সে সমাজ আপনাআপনি সভ্য সমাজে পরিণত হয়।
টিএমসি এমপি শতাব্দী রায় নারীর অর্থনৈতিক শক্তির গুরুত্ব তুলে ধরেন।

এনসিপি এমপি সুপ্রিয়া সুলে, টিআরএস এমপি কবিতা, বিজেপি এমপি, মীনাক্ষী লেখি ও আরো অনেকে আলোচনায় অংশ নেন।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর