বছরের প্রথম পূর্ণগ্রাস সূর্যগ্রহণ বুধবার

৯ মার্চ দক্ষিণ-পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে দেখা যাবে পূর্ণ সূর্যগ্রহণ। ৪ মিনিট ৯ সেকেন্ড স্থায়ী এই পূর্ণগ্রাস সূর্যগ্রহণে ওই এলাকাগুলোতে নেমে আসবে রাতের অন্ধকার।

ভারত মহাসাগরের ওপরে শুরু হবে বছরের প্রথম এই গ্রহণটি। ক্রমেই ইন্দোনেশিয়ার বোর্নিয়ো, সুমাত্রা, সুলাওয়েসি দ্বীপকে অন্ধকারে আচ্ছন্ন করবে এটি। সূর্যগ্রহণটির বেশিরভাগই ঘটবে প্রশান্ত মহাসাগরের উপরিভাগে।

ইন্দোনেশিয়া থেকে পূর্ণমাত্রার সূর্যগ্রহণটি সবচেয়ে ভালোভাবে উপভোগ করা যাবে বলে জানিয়েছেন নাসার জোতির্বিজ্ঞানীরা।

আর বাংলাদেশ, ভারত, জাপান, উত্তর অস্ট্রেলিয়া, হাওয়াই ও আলাস্কা থেকে দেখা যাবে আংশিক গ্রহণ।

এ বছরে দুটি সূর্যগ্রহণের এটি প্রথম বলে জানিয়েছে নাসা। আগামী ১ সেপ্টেম্বরে বলয়াকার সূর্যগ্রহণটি ঘটবে আফ্রিকার আকাশে।

৯ মার্চ ঘটতে যাওয়া সূর্যগ্রহণটি সকাল ৫টা ১৯ মিনিটে শুরু হবে। আর আংশিক গ্রহণ চলবে ১০টা ৩৪ মিনিট পর্যন্ত। পূর্ণমাত্রার সূর্যগ্রহণটি ঘটবে সকাল ৭টা ৫৯ মিনিটে।

পরবর্তী পূর্ণগ্রাস সূর্যগ্রহণ হবে আগামী বছরের ২১ আগস্ট।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর