ব্লাটারের পাশে এই নারী কে

দুর্নীতির অভিযোগে এখন চরম সমালোচনায় আন্তর্জাতিক ফুটবল নিয়ামক সংস্থা ফিফা। তার মধ্যে আবার ফিফা সভাপতি সেপ ব্লাটারকে নিয়ে গণমাধ্যমে ভিন্ন একটি খবর বের হলো। ব্লাটারকে জুরিখে ৬৫ তম ফিফা কংগ্রেসে লিন্ডা ব্যারাস (৪৯) নামের এক নারীর পাশে বসে অনেকটা খোশ মেজাজে গল্প করতে দেখা গেছে। লিন্ডা ব্লাটারের থেকে ৩০ বছরের ছোট।

সুইস গণমাধ্যমের খবরে বলা হচ্ছে, তারা রোমান্টিক সম্পর্কে জড়িত। আর ব্যারাসের স্বামী ক্রিশ্চিয়ান বলেছেন তারা দু’জন সাধারণ ঘনিষ্ঠ বন্ধু মাত্র।

সত্যটা যাই হোক না কেন, তাদেরকে অনেক ঘনিষ্ঠভাবে কথা বলতে দেখা গেছে।

তাদের আজও একসাথে দেখা যাবে। ফিফা নিয়ে সব ধরনের সমালোচনার পরও মনে করা হচ্ছে এবারও ফিফা প্রেসিডেন্ট হিসেবে পুনর্নিবাচিত হবে। এবার নির্বাচিত হলে তিনি পঞ্চমবারের মত নির্বাচিত হবেন।

ব্লাটার এক সময় নারীদের খেলার জনপ্রিয়তা বৃদ্ধি করতে নারী খেলোয়াড়দের টাইট পোশাক পরতে বলেছিলেন। ফিফা সভাপতি হিসেবে তার কীর্তি রয়েছে অনেক। এ কারণেই মনে করা হচ্ছে, তিনি আবার নির্বাচিত হবেন।

ব্লাটারই উদ্যোগ নিয়ে আফ্রিকা মহাদেশে ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত করেছে। ফুটবলের জনপ্রিয়তা বৃদ্ধি ও আক্রমণাত্মক ফুটবল সৃষ্টিতে তার ভূমিকা রয়েছে।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর