মাছরাঙায় মিশুর পাওয়ার প্লে

ছিলেন বাংলাদেশ জাতীয় মহিলা ক্রিকেট দলের খেলোয়াড়। এরপরে নাম লেখান মডেলিং আর অভিনয়ে। উপস্থাপনাতেও তিনি প্রশংসিত হয়েছেন। সেই সাফল্যের ধারাবাহিকতায় এবার আরো একটি অনুষ্ঠানের উপস্থাপক হিসেবে দেখা যাবে সাবেক নারী ক্রিকেটার মিশু চৌধুরীকে।

চলতি এশিয়া কাপ ক্রিকেট নিয়ে মাছরাঙা টেলিভিশনে একটি বিশ্লেষণধর্মী অনুষ্ঠান উপস্থাপনা করছেন প্রাক্তন এই তারকা মহিলা ক্রিকেটার। নাম ‘গ্রামীণফোন পাওয়ার প্লে’। সেখানে খেলা শুরুর আগে একজন ক্রিকেটার ও খেলা শেষে আরেকজন ক্রিকেটারের সঙ্গে খেলা সম্পর্কিত নানা বিষয়ে আলোচনা করবেন তিনি।

মিশু বলেন, ‘এশিয়া কাপের মত বড় আসরে ক্রিকেট বিষয়ক অনুষ্ঠানের উপস্থাপনার বিষয়টি খুবই ইতিবাচক। অনুষ্ঠানে প্রতিটি খেলায় নিয়ে বিশ্লেষণধর্মী আলোচনার বিষয়টি ক্রিকেটের জন্য ফলপ্রসূও বলে আমি মনে করি।’

অনুষ্ঠানটি মাছরাঙা টেলিভিশনে বুধবার, ২৪ ফেব্রুয়ারি থেকে টুর্নামেন্টের প্রতিটি খেলার আগে সন্ধ্যা ৭টা ও খেলা শেষে প্রচার হচ্ছে। চলবে ৬ মার্চ পর্যন্ত।

উল্লেখ্য, গেল বিশ্বকাপে ক্রিকেট নিয়ে বৈশাখী টেলিভিশনে একটি বিশ্লেষণধর্মী অনুষ্ঠান উপস্থাপনা করেছিলেন মিশু। অনুষ্ঠানটির নাম ছিল ‘বিশ্বকাপে বিশ্বমাতে’।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর