ভাল ফলাফল অর্জনে লেখাপড়ায় বেশী মনোযোগী হতে হবে

ময়মনসিংহের জেলা প্রশাসক মুস্তাকীম বিল্লাহ ফারুকী বলেছেন আজকের শিক্ষার্থী আগামী দিনের ভবিষ্যত, ভাল ফলাফল করতে হলে লেখাপড়ায় শিক্ষার্থীদের আরো বেশী মনোনিবেশ করতে হবে। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা শরীরের জন্য গুরুত্বপূর্ণ ভুমিকা রাখে । শনিবার সকালে ময়মনসিংহের ত্রিশাল উপজেলার হরিরামপুর আর. জি. উচ্চ বিদ্যালয়ে ২৬তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও পুর¯কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা গুলো বলেন।

হরিরামপুর আর. জি. উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি ও জেলা নাগরিক অন্দোলনের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার নূরুল আমীন কালামের সভাপতিত্বে অনুষ্ঠান উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রাশেদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপ¯িথত ছিলেন দৈনিক আলোকিত ময়মনসিংহ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক প্রদীপ ভৌমিক, হরিরামপুর ইউপি চেয়ারম্যান মেছবাহুল আলম চাঁন মিয়া, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার চাঁন মিয়া, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোজাহারুল হক, মুক্তিযোদ্ধা কমান্ডার নাজিম উদ্দিন, সাংবাদিক খোরশিদুল আলম মজিব, ডা.সাইদুল আমীন, ছাইফুল ইসলাম ফরাজী,স্কুল প্রধান শিক্ষক মোহাম্মদ এমদাদুজ্জামান প্রমূখ।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর