মাত্র ৫০০ টাকায় স্মার্টফোন

আগামীকাল বুধবার বাজারে আসছে সবচেয়ে সস্তা স্মার্টফোন, দাম মাত্র ৫০০ টাকা। ভারতীয় স্মার্টফোন কোম্পানি রিঙ্গিং বেলস আগামীকাল দেশের সবচেয়ে সস্তা স্মার্টফোন ফ্রিডম ২৫১ লঞ্চ করবে।

এবিপির এক প্রতিবেদনে এ খবর জানা গেছে।

জানা গেছে, ওই ফোনের দাম ৫০০ টাকার মধ্যে থাকবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মেক-ইন ইন্ডিয়া, ডিজিটাল ইন্ডিয়া এবং স্কিল ইন্ডিয়া পরিকল্পনার সঙ্গে সামঞ্জস্য রেখেই এই ফোন বাজারে আনা হচ্ছে। প্রতিরক্ষামন্ত্রী মনোহর পর্রিকর ফোনটি লঞ্চ করবেন বলে জানা গেছে।

এই হ্যান্ডসেটের অন্যতম বৈশিষ্ট্য হলো, এতে ব্যবহৃত যন্ত্রপাতি ভারতে এনে তৈরি করা হয়েছে। আগামীদিনে পুরোপুরি ভারতেই এই হ্যান্ডসেট তৈরি করাই কোম্পানির লক্ষ্য।

জানা গেছে, হ্যান্ডসেটের দাম ৫০০ টাকার মতো হবে। অবশ্য ফোনের ফিচার্সগুলো সম্পর্কে কিছু জানা যায়নি।

দেশে স্মার্টফোনের বাজার প্রায় দেড় হাজার কোটি টাকার। ডেটাউইন্ড ঘোষণা করেছে যে, অনিল আম্বানির রিলায়েন্স কমিউনিকেশন সঙ্গে তারা যৌথভাবে সবচেয়ে সস্তার স্মার্টফোন বাজারে আনবে, যার দাম হবে ৯৯৯ টাকা। যদিও ওই ফোন এখনো বাজারে আসেনি।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর