চিশতিই থাকছেন ফারমার্স ব্যাংকের নির্বাহী চেয়ারম্যান

ফারমার্স ব্যাংকের নির্বাহি কমিটির চেয়ারম্যান মাহবুবুল হক চিশতিকে অব্যাহতি প্রদানের আদেশ স্থগিত করে হাইকোর্টের দেয়া আদেশ বহাল রেখেছেন আপিল বিভাগ। একইসঙ্গে এ বিষয়ে জারি করা রুল আগামী ১৫ ফেব্রুয়ারীর মধ্যে নিষ্পত্তি করতে বলেছে আদালত। প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বেঞ্চ আজ এ আদেশ দেন।

আজ আদালতে চিশতির পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী ব্যারিস্টার মওদুদ আহমেদ। অপরদিকে বাংলাদেশ ব্যাংকের পক্ষে ছিলেন আইনজীবী আজমালুল হোসেন কিউসি।

গত ১৭ মে চিশতিকে অব্যাহতি দিয়ে চিঠি প্রদান করে বাংলাদেশ ব্যাংক। সে চিঠির বৈধতা চ্যালেঞ্চ করে উচ্চ আদালতে রিট আবেদন করেন চিশতি। সে রিটের শুনানি করে আদালত চিশতিকে অব্যাহতি দিয়ে বাংলাদেশ ব্যাংকের দেয়া আদেশ স্থগিত করে আদেশ দেয় আদালত। সে আদেশের বিরুদ্ধে সুপ্রিমকোর্টের আপিল বিভাগে বাংলাদেশ ব্যাংক লিভ টু আপিল করলে শুনানি করে আপিল বিভাগ হাইকোর্টের আদেশ বহাল রাখে।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর