গুণে ভরা নিম তেল

আপনি পছন্দ করেন বা না করেন নিম তেলে রয়েছে অনেক গুণ। এটি সৌন্দর্য চর্চায়ও ব্যবহার করতে পারেন। আয়ুর্বেদিক হিসেবে নিমের ব্যবহার কম নয়।

নিচে নিমের কিছু গুণাগুণ দেওয়া হলো—

-কীটপতঙ্গ ও মশার কামড়ের চিকিৎসায় নিম তেলের সঙ্গে তিলের তেল (১/১০ অনুপাত) মিশিয়ে ব্যবহার করতে পারেন।

-এটি পোকা তাড়ানোর ওষুধ হিসেবে কাজ করে।

-নিম ফাংগাল-বিরোধী হিসেবে কাজ করে। চুলের খুশকি দূর করতে, উকুন থেকে রেহাই পেতে ও চর্মরোগে নিম তেলের সঙ্গে নারিকেল তেল (১/১০ অনুপাত) মিশিয়ে ব্যবহার করতে পারেন।

-সর্বাধিক আয়ুর্বেদিক ওষুধ ও সৌন্দর্যের পণ্য হিসেবে নিম ব্যবহার করতে পারেন।

-প্রস্রাবের সংক্রামণ, প্রস্রাব সংক্রান্ত বিভিন্ন জটিলতা যেমন— স্টোমাক/অন্ত্রের কৃমির চিকিৎসায় নিম ব্যবহার করতে পারেন।

-২/৩ ফোঁটা নিম তেলের সঙ্গে পানি মিশিয়ে মুখের ব্ল্যাকহেডে লাগাতে পারেন। এটি প্রতিদিন লাগালে ব্ল্যাকহেড থেকে পরিত্রাণ পাবেন ও এটি ব্ল্যাকহেড ফিরে আসা প্রতিরোধ করবে।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর