হোয়াইট হাউজের সামনে একুশের অনুষ্ঠান

প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে হোয়াইট হাউজের সামনে একুশ উদযাপন করবে বৃহত্তর ওয়াশিংটন মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি। আগামী ২০শে ফেব্রুয়ারি শনিবার দিবাগত রাত ১১টা থেকে এটি শুরু হবে।

মেট্রো ওয়াশিংটন আওয়ামী লীগ, ভার্জিনিয়া স্টেট আওয়ামী লীগ, মেরিল্যান্ড স্টেট আওয়ামী লীগ, বৃহত্তর ওয়াশিংটন যুবলীগ, বৃহত্তর ওয়াশিংটন ছাত্রলীগ এবং বৃহত্তর ওয়াশিংটন স্বেচ্ছাসেবক লীগ উদ্যোগে গঠিত মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তির ব্যানারে এই অনুষ্ঠান হবে বলে জানিয়েছেন একুশ উদযাপন কমিটির আহ্বায়ক মেট্রো ওয়াশিংটন আওয়ামী লীগ সহ-সভাপতি অমর ইসলাম।

মেট্রো ওয়াশিংটন আওয়ামী লীগ সভাপতি সাদেক খান জানিয়েছেন, প্রথমবারের মতো হোয়াইট হাউজের সামনে লাফায়েত স্কয়ারে একুশের প্রথম প্রহরে একুশ উদযাপনের আয়োজন করা হয়েছে। তিনি মুক্তিযুদ্ধের স্বপক্ষ শক্তির ব্যানারে আয়োজিত একুশের এই অনুষ্ঠানে মুক্তিযুদ্ধের স্বপক্ষের সবাইকে সপরিবারে অংশগ্রহণ করার জন্য আহ্বান জানিয়েছেন।

মেরিল্যান্ড স্টেট আওয়ামী লীগ সভাপতি শেখ সেলিম বলেন, এই প্রথমবারের মত হোয়াইট হাউজের সামনে আয়োজনে অংশীদার হতে নিজেকে গর্বিত বোধ করছি। মুক্তিযুদ্ধের স্বপক্ষ শক্তির এই আয়োজন বৃহত্তর ওয়াশিংটন প্রবাসী বাঙালিদের জন্য একটি মাইলফলক হয়ে থাকবে।

ভার্জিনিয়া স্টেট আওয়ামী লীগ সভাপতি রফিক পারভেজ বলেন, সকল ভয় ভীতি আর জঙ্গিবাদকে মোকাবেলা করে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ এগিয়ে চলেছে। দেশের এই অগ্রযাত্রায় ওয়াশিংটন প্রবাসী মুক্তিযুদ্ধের স্বপক্ষ শক্তিও আজ ঐক্যবদ্ধ। হোয়াইট হাউজের সামনে একুশের প্রথমে একুশ উদযাপন বৃহত্তর ওয়াশিংটন প্রবাসীদের জন্য এবারই প্রথম।

হোয়াইট হাউজের সামনে এই প্রথম একুশ উদযাপন উপলক্ষে ইতিমধ্যেই অস্থায়ী শহীদ মিনার নির্মাণ কাজ শুরু হয়েছে। একুশের প্রথম প্রহরে হোয়াইট হাউজের সামনের লাফায়েত স্কয়ারের অস্থায়ী শহীদ মিনার স্থাপন করে একুশ উদযাপন সংবাদ এরই মধ্যে ওয়াশিংটন প্রবাসীদের মাঝে বিপুল আগ্রহ আর উদ্দীপনা সৃষ্টি হয়েছে।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর