সাবেক এমপি সালাউদ্দিনের জামিন আপিলে বহাল

নাশকতার এক মামলায় বিএনপির সাবেক এমপি ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুকে হাইকোর্টের দেয়া জামিন আদেশ বহাল রেখেছেন সুপ্রিমকোর্টের আপিল বিভাগ। একইসঙ্গে অপর একটি মামলার রুল শুনানি করতে হাইকোর্টে পাঠিয়েছেন আদালত। বিষয়টি সাংবাদিকদের জানিয়েছেন সালাউদ্দিনের আইনজীবী অ্যাডভোকেট জয়নুল আবেদীন।

সোমবার এ সংক্রান্ত রাষ্ট্রপক্ষের করা এক আবেদনের শুনানি শেষে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নিতৃত্বে চার বিচারপতির আপিল বিভাগের বেঞ্চ এই আদেশ দেন। আদালতে সালাউদ্দিনের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট জয়নুল আবেদীন।

পরে আদালত থেকে বেরিয়ে তিনি বলেন, সুপ্রিমকোর্টের অবকাশকালীন ছুটির মধ্যে এ দুই মামলায় হাইকোর্ট তাকে ৬ সপ্তাহের জন্য জামিন দিয়েছিলো। সেই জামিন আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আদালত সিপি আবেদন করলে, শুনানি করে সোমবার আদালত এ আদেশ দেন।

জয়নুল আবেদীন বলেন, সালাউদ্দিনের বিরুদ্ধে প্রায় ২০টি মামলা করা হয়েছে। বর্তমানে বিএনপির এ নেতা কারাগারে আছেন।

গত বছরের ২৪ অক্টোবর সকালে গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর পরীবাগের বাসা থেকে বাবুকে গ্রেফতার করে পুলিশ। বিএনপির ডাকা সরকারবিরোধী হরতাল অবরোধে গাড়ি ভাঙচুর ও আগুন দিয়ে মানুষ পুড়িয়ে হত্যা মামলায় তাকে রিমান্ডে নেয়া হয়।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর