বাফুফে নির্বাচন সহ-সভাপতি পদে মহি-তাবিথের ভোটযুদ্ধ শুরু

হাওর বার্তা ডেস্কঃ বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) চতুর্থ সহ-সভাপতি কে হচ্ছেন তা নির্ণয়ের জন্য ভোটগ্রহণ শুরু হয়েছে। শনিবার সকাল সাড়ে ১১টায় প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে নির্বাচন শুরু হয়। শেষ হবে দুপুর ১টায়।

নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী মহিউদ্দিন মহি-তাবিথ আউয়াল দুজনেই সর্বশেষ কমিটির সহ-সভাপতি ছিলেন। গত ৩ অক্টোবরের বাফুফে নির্বাচনে চতুর্থ সহ-সভাপতি পদে সমান ৬৫ ভোট পেয়ে এই দুই প্রার্থীর মাঝে টাই হয়। যার ফলে আবার নতুন করে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
বাফুফের নির্বাচনে ১৩৯ জন ভোটারের মধ্যে ১৩৫ জন ভোটাধিকার প্রয়োগ করেন। সভাপতি নির্বাচন হন কাজী সালাউদ্দিন। চারটি সহ-সভাপতি পদের বিপরীতে আটজন প্রতিদ্বন্দ্বিতা করেন।

ইমরুল হাসান ৮৯, কাজী নাবিল আহমেদ ৮১ এবং আতাউর রহমান ভূঁইয়া মানিক ৭৫ ভোট পেয়ে নির্বাচিত হন। মহি-তাবিথ সমান ভোট পাওয়ায় অমীমাংসিত থেকে যায় চতুর্থ সহ-সভাপতি পদ।

সহসভাপতি পদের প্রথম তিনজনই সম্মিলিত পরিষদের। বাকি দুজনের মধ্যে মহিউদ্দিন সমন্বয় পরিষদের আর তাবিথ স্বতন্ত্র প্রার্থী।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর