আসুসের স্মার্টওয়াচ

মোবাইল ফোনের মত সবকাজ করা স্মার্ট ডিভাইসটির নাম স্মার্টওয়াচ। ঘড়ি মতো দেখতে এই ডিভাইসে সময় দেখার পাশাপাশি দেখা যায় সিনেমা, শোনা যায় গান। কথা বলা যায় ফোনের বিকল্প হিসেবেও।

আসুস সংস্থাই বাজারে নিয়ে এলো স্মার্টওয়াচের দ্বিতীয় ভার্সন ‘জেনওয়াচ 2’। 1.63 ইঞ্চি অ্যামোলিড ডিসপ্লের মডেল নম্বর ডব্লিউ 1501Q। এর ডিসপ্লে রেজুলিউশান 320×320 পিক্সেলের। এর পিক্সেল পার ডেনসিটি 278 পিপিআই।

1.45 ইঞ্চি অ্যামোলিড ডিসপ্লের অন্য মডেলের ফোনটির নাম ‘ডব্লিউ1502কিউ’। এর ডিসপ্লে রেজুলিউশান 280×280 পিক্সেলের। এই স্মার্টওয়াচটির পিক্সেল পার ডেনসিটি 273 পিপিআই।

দুটি মডেলই ওয়াটারপ্রুফ। দুটি স্মার্টওয়াচেই সহজে বেল্ট পরিবর্তন করা যায়।

নারী-পুরুষ উভয়ে যেন ব্যবহার করতে পারে সে কথা মাথায় রেখে এই মডেলগুলো তৈরি করা হয়েছে বলে জানানো হয়েছে সংস্থার পক্ষ থেকে। ফোনগুলোতে রয়েছে 512 এমবি র‌্যাম। উভয় ফোনেই 4 জিবি ইনবিল্ট মেমোরি রয়েছে। ফোনগুলো অ্যানড্রয়েড ললিপপ ভার্সনে চলবে।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর