ঢাকা-১৮ উপনির্বাচনে বিএনপি প্রার্থী এসএম জাহাঙ্গীর প্রচারণা শুরু

হাওর বার্তা ডেস্কঃ ঢাকা-১৮ আসনের উপনির্বাচনে বিএনপি মনোনিত প্রার্থী এসএম জাহাঙ্গীর হোসেন প্রচারণা শুরু করেছেন। শুক্রবার (২৩ অক্টোবর) আগারগাঁও নির্বাচন কমিশন থেকে প্রতীক বরাদ্দ পাওয়ার পর উত্তরা-৭ নম্বর সেক্টরের ১ নম্বর রোডে কেন্দ্রীয় জামে মসজিদে জুমার নামাজ আদায় করে তিনি প্রচারণা শুরু করেন।

প্রচারণা শুরুর আগে সংক্ষিপ্ত সমাবেশে জাহাঙ্গীর হোসেন বলেন, বিএনপির নেতাকর্মীরা মাঠে ছিল, মাঠে আছে, আগামী ১২ নভেম্বর বিজয়ী হয়ে মাঠ থেকে ঘরে ফিরবে।

তিনি বলেন, আমাদের আন্দোলন দেশনেত্রী খালেদা জিয়াকে মুক্ত করার আন্দোলন। আমাদের আন্দোলন তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার আন্দোলন। আমাদের আন্দোলন গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন। আমাদের আন্দোলন জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার আন্দোলন।

উপস্থিত জনগণের উদ্দেশে জাহাঙ্গীর হোসেন বলেন, আগামী ১২ নভেম্বর সব শক্তি মোকাবিলা করে ধানের শীষে ভোট দিয়ে বিজয়ী করবেন।

প্রচারণায় বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, হাবিবুর রহমান হাবিব, আব্দুস সালাম, বিএনপি’র যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, হাবিব উন নবী খান সোহেল, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হক, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, সহ সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম বাবুল, নির্বাহী কমিটির সদস্য নাজিম উদ্দিন আলম, রাজিব আহসান, আকরামুল হাসান, যুবদলের সিনিয়র সহ-সভাপতি বজলুল করিম বাদরু, সাংগঠনিক সম্পাদক মামুন হাসান, জাসাস এর সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক জাকির হোসেন রোকন, বিএনপি নেতা আব্দুল আলীম নকীব, এবিএম রাজ্জাক ও এইচ এম দ্বীন মোহাম্মদ সহ কয়েক হাজার লোক গণসংযোগে অংশ নেয়।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সাহারা খাতুনের মৃত্যুতে আসনটি শূন্য হয়। আগামী ১২ নভেম্বর ওই আসনে ভোটগ্রহণ করা হবে।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর