লাইফ সাপোর্টে ব্যারিস্টার রফিক-উল হক, অবস্থা ক্রিটিক্যাল

হাওর বার্তা ডেস্কঃ লাইফ সাপোর্টে রয়েছেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার রফিক-উল হক। তার অবস্থা এখন জটিল বলে জানিয়েছেন হাসপাতালটির মহাপরিচালক ডা. নাহিদ ইয়াসমিন।

বুধবার তিনি বলেন, স্যারের অবস্থা মঙ্গলবার রাত থেকে খারাপের দিকে যায়। অক্সিজেনের পরিমাণ কমে যায়। তাৎক্ষণিক তাকে আইসিইউতে নেওয়া হয়। এরপর থেকে তিনি সেখানে আছেন। পরে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। তার অবস্থা ক্রিটিক্যাল।

তবে রফিক-উল হক এখনও সাড়া দিচ্ছেন জানিয়ে ডা. নাহিদ বলেন, স্যার এখনও বেশ কনশাস। রেসপন্স করছেন ভালো। আমরা কথা বললে স্যার ইন্টারেকশন করছেন। লাইফ সাপোর্টে দেওয়ার পরে স্যারের অন্যান্য প্যারামিটারগুলো একটু স্বাভাবিক। ব্লাড প্রেশার পালসরেট নরমাল আছে। জ্বর আর আসেনি, তাপমাত্রাও স্বাভাবিক।

শারীরিক অসুস্থতা নিয়ে রাজধানীর মগবাজারে অবস্থিত আদ-দ্বীন হাসপাতালেই চিকিৎসাধীন ছিলেন ব্যারিস্টার রফিক-উল হক।

গত শনিবার তিনি কিছুটা সুস্থবোধ করলে সকালের দিকে রিলিজ নিয়ে বাসায় ফিরে যান। কিন্তু দুপুরের পরপরই ফের তাকে ভর্তি করা হয় হাসপাতালে।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর