কিশোরগঞ্জে অটোরিকশা ছিনতাইয়ে বাধা দেয়ায় গলা কেটে হত্যা, আটক ১

হাওর বার্তা ডেস্কঃ কিশোরগঞ্জে অটোরিকশা ছিনতাইয়ে বাধা দেয়ায় পরান (১৮) নামে এক অটোরিকশা চালককে গলা কেটে হত্যা করেছে ছিনতাইকারীরা। মঙ্গলবার (২০ অক্টোবর) রাত ৮টার দিকে কিশোরগঞ্জ সদর উপজেলার সগড়া বিশ্বরোড এলাকায় এই ঘটনাটি ঘটে।

এ ঘটনায় পুলিশ শরীফ (১৭) নামে ছিনতাই চক্রের এক সদস্যকে আটক করেছে। সে চট্টগ্রামের মোগলটুলী এলাকার ছালাম মিয়ার ছেলে।

অন্যদিকে নিহত অটোরিকশা চালক পরান কিশোরগঞ্জ সদর উপজেলার রশিদাবাদ ইউনিয়নের লতিফপুর কসাই বাড়ির ইদ্রিছ আলীর ছেলে।

কিশোরগঞ্জ সদর মডেল থানার ওসি মো. আবুবকর সিদ্দিক পিপিএম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মঙ্গলবার (২০ অক্টোবর) রাত পৌনে ৮টার দিকে কিশোরগঞ্জ শহরের বটতলা এলাকা থেকে যাত্রীবেশে ছিনতাই চক্রের তিন সদস্য পরানের অটোরিকশায় ওঠে।

রাত ৮টার দিকে সগড়া বিশ্বরোড এলাকায় ছিনতাই চক্রটির সদস্যরা অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা করে। এ সময় পরান বাধা দিলে ছিনতাই চক্রের সদস্যরা তার গলায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। এতে পরানের গলা কেটে ফিনকি দিয়ে রক্ত বের হতে থাকে।

এ সময় স্থানীয়রা এগিয়ে গেলে ছিনতাই চক্রের সদস্যরা পালানোর চেষ্টা করে। হৈ চৈ শুনে ঘটনাস্থলের কাছাকাছি থাকা পুলিশের একটি টহল টিম ঘটনাস্থলে গিয়ে এলাকাবাসীর সহায়তায় শরীফ নামে ছিনতাই চক্রের এক সদস্যকে আটক করেছে।

এদিকে মুমূর্ষু অবস্থায় পরানকে উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় জড়িত অপর দুইজনকে সনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও ওসি মো. আবুবকর সিদ্দিক পিপিএম জানিয়েছেন।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর