চট্টগ্রাম বিমানবন্দরে ১৬০ পিস স্বর্ণসহ একজনকে আটক করেছে এনএসআই

হাওর বার্তা ডেস্কঃ চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ১৬০ পিস স্বর্ণের বারসহ এক যাত্রীকে আটক করেছে এনএসআই ।
আজ সকালে চট্টগ্রাম বিমানবন্দর কাস্টমস কর্তৃপক্ষ এবং এনএসআইয়ের সদস্যরা স্বর্ণের বারসহ তাকে আটক করেন।
বাংলাদেশ বিমানের বিজি একটি ফ্লাইটের সিটের নিচে থেকে পরিত্যক্ত অবস্থায় সোনার বারগুলো উদ্ধার করা হয়। উদ্ধারকৃত বারগুলোর মূল্য ১০ কোটি ৪০ লাখ টাকা।
এর আগে বৃহস্পতিবার (০১ অক্টোবর) শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই ফেরত এক যাত্রীর শরীর তল্লাশি চালিয়ে ৮২টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। ২৪ ক্যারেটের ৯ কেজি ৫৯ গ্রাম ওজনের এসব স্বর্ণের দাম ছিল প্রায় ৫ কোটি ৭৪ লাখ টাকা।
বৈশ্বিক মহামারী করোনার অচলাবস্থা কেটে ওঠার পর এটিই ছিল শাহ আমানতে স্বর্ণের বড় চালান উদ্ধারের ঘটনা।
Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর