সিনড্রেলার কাঁচের জুতা

ইউরোপীয় রূপকথার জনপ্রিয় নায়িকা সিনড্রেলা। যার বিষাদিত জীবনের অন্ধকার থেকে আনন্দিত উত্থানে আমরা আবেগবোধ করি। কেবল ইউরোপ নয়, অন্যান্য দেশেও সিনড্রেলার অনুরূপ কাহিনি প্রচলিত রয়েছে। তবে সবচেয়ে প্রাচীন কাহিনিটি মিসরের বলে মনে করা হয়।

গত বছর ডিজনি ওয়ার্ল্ড নির্মাণ করে সিনড্রেলার কাহিনি নিয়ে চলচ্চিত্র। যেখানে সিনড্রেলাকে কাঁচের জুতা পড়তে দেখা যায়।

মনে করা হয়, মেয়েদের প্লাস্টিক হিলের জুতার ধারণা পাওয়া গিয়েছিল এই কাল্পনিক কাহিনি থেকেই। বর্তমানে তা জনপ্রিয় ফ্যাশনে রুপান্তরিত হয়েছে।

বিশ্বের বিখ্যাত সব ডিজাইনররা এখন পোশাক, ব্যাগ, সানগ্লাস, অলংকারসহ অনেক কিছুতেই স্বচ্ছ প্লাস্টিক ব্যবহার করছেন। বর্তমানে ফুটওয়্যার সামগ্রিতেও স্বচ্ছ প্লাস্টিক ব্যবহার করা হচ্ছে। হালের জুতার ফ্যাশনও এখন এটি। বর্তমানে নারীদের পাম্প সু, উঁচু হিল জুতায় আধা স্বচ্ছ পদার্থ ব্যবহার করা হয়।

সম্প্রতি স্পেনের রাণি লেতিজিয়া, অভিনেত্রী ডেইজি রিডলি এবং পপ তারকা রিহানাকে নতুন স্টাইলের এই স্বচ্ছ হিলের জুতা পড়তে দেখা গেছে। এই ধরনের হিল জুতায় লাইটওয়েট প্রতিরোধক পদার্থ ব্যবহার করা হয়। যা দেখতে কাঁচের গ্লাসের মতো মনে হয়।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর